বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌরসভার ৬ নং ওয়ার্ড ভবারবেড় গ্রাম থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সোনিয়া খাতুন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার ১০ডিসেন্বর রাত১২টার সময় অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোনিয়া খাতুন ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আকমান মীরের মেয়ে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভবারবেড় গ্রামে একটি অভিযান পরিচালনা করে। এ সময় ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ সোনিয়া নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে, তাকে বিজ্ঞ আদালত প্রেরণ করা হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.