বেনাপোল প্রতিনিধিঃ শনিবার (১২আগষ্ট) দিবাগত রাতে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নির্দেশক্রমে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা হতে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান করে রমনা মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ আনোয়ারুল ইসলাম (৩৮) পিতা মোঃ বাহার আলী মোল্লা এবং জিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী ২।মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২) পিং মোহাম্মদ আফিল উদ্দিন মোল্লা@ বিশে মিস্ত্রী , উভয় সাং দূর্গাপুর,উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.