বোদা(পঞ্চগড়)প্রতিনিধি॥ পঞ্চগড়ের বোদায় জেকে বসেছে শীত। এরই মধ্যে যবুথবু অবস্থা অসহায়-দুস্থ পরিবারের মানুষদের। এসব শীতার্ত ৮০ টি পরিবারকে দেওয়া হয়েছে কম্বল।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পাথরাজ বাজারের পাশে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে বোদা মানব কল্যাণ যুব সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায়-বয়স্ক নারী পুরুষ, প্রতিবন্ধী, বিধবা, তালাকপ্রাপ্তা, নারী ও শিশু আয়নির্ভর চিহ্নিত ৮০ টি মানুষের হাতে কম্বল তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মু. ওমর ফারুক, সহ সভাপতি- নুরুজ্জামান কাজল, সহ সাধারণ সম্পাদক- আল মামুন ও মাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক- মু সাগর ইসলাম প্রমুখ। সংগঠন নেতৃবৃন্দ বলেন, স্থানীয় কিছু মানুষ ও সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। তারা আরো বলেন, আমাদের সংগঠন প্রতিষ্টা করার মূল উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া। মানুষের সুখে দুংখে পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার প্রত্যয় নিয়ে আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে এই ক্লাব প্রতিষ্টা করি। আমরা বিশ্বাস করি, এই ক্লাবে যদি কেউ সহযোগিতা করে- আমরা দ্রুত বাস্তবায়ন করবো। তাই সবার সহযোগিতা একান্ত কাম্য।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.