কাকন সরকার, শেরপুর : ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শেরপুরের তৌহিদী জনতা এবং বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড় থেকে ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতার অংশ গ্রহণে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিক্ষোভকারীরা বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক তুই রাসুলের দুশমন এবং তোমার আমার নেতা বিশ্বনবী মোস্তফা এই স্লোগানে বিক্ষুব্ধ মানুষ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজার থানার মোড় গিয়ে শেষ হয়।
পরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন শেরপুর জেলার সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তোরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহমাদ, সদস্য সচিব মাওলানা হযরত আলী আলরাফী, মাওলানা আজিজুল হক, আবুল কাশেম, তেরাবাজার মসজিদের খতিব মাওলানা আহসান উল্ল্যাহ, মাওলানা আবু তালেব সাইফুদ্দিন, মাওলানা মুফতি রফিক, মুফতি শিহাব, মাওলানা শারিফুল ইসলাম সানী, মাওলানা আক্তারুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ণ বিশ্বনবীকে নিয়ে যে কটুক্তি করেছে তা ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণে আঘাত দিয়েছে। মুসলমানদের শরীরের এক ফোটা রক্ত থাকতে এমন কটুক্তি সহ্য করা হবে না। তাই এই দুই ভন্ড শয়তানকে অবিলম্বে এবং দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতা কঠোর আন্দোলনের কর্মসূচি দিবে বলে এমনটাই হুশিয়ারি দেন তারা।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.