নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ডুমুরপাড়া গ্রামে ফাতেমা নামে এক গৃহবধুকে মারধর করছে প্রতিপক্ষ। জানা যায়, ফাতেমার স্বামী নুরুল আমিন পৈত্রিক সম্পত্তিতে বৃক্ষ রোপন করলে প্রতিবছর তা ভেঙ্গে বা কেটে ফেলে। এ প্রসংগে ১২ নভেম্বর সকালে ফাতেমার শাশুড়ী মজিদার সাথে খজিব উল্লার ছেলে মুমরুজের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে মুমরুজ মজিদাকে হুমকি প্রদান করে।
এ বিষয়টি ফাতেমা জিজ্ঞাসা করলে ঘটনাস্থলে থাকা মুমরুজ, রাজু,বারিকসহ ৬/৭ জন অসুস্থ গৃহবধু ফাতেমাকে মারধর করে, শ্লীলতাহানি ঘটায় এবং ফাতেমার সাথে থাকা ৬ আনা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে গৃহবধু ফাতেমা জানান। গৃহবধু ফাতেমা বর্তমানে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে ফাতেমার স্বামী নুরুল আমিন বলেন, মুমরুজগং আমার স্ত্রীকে মারধর করার পর আমাকে হুমকি দিচ্ছে এবং আমার খড়েরপাড়া লুটকরে নিয়েছে। আমি বাবার একমাত্র ছেলে সন্তান তাই আমার উপর জুলুম হচ্ছে আমি এর ন্যায্য বিচার চাই সমাজ ও প্রশাসনের কাছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.