এনামুল হক ছোটন : "স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যে ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকালে পলিটেকনিকেল ইনস্টিটিউট হোস্টেল মাঠে বেলুন উড়িয়ে এ শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এরপর কারিগরি শিক্ষা প্রচার ও প্রসারকল্পে একটি বর্ণাঢ্য র্যালি পলিটেকনিক মাঠ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।
এছাড়াও অনুভূতি ব্যাক্ত করে বক্তব্য রাখেন গৌরীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি ফারুক খান পাঠানসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার প্রকৌশলীবৃন্দ, পলিটেকনিক ইনিস্টিউটের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.