কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড॥ মহসিন ফাতেমা সিদ্দিকী যুব ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ২মাস ব্যাপী নানান অনুষ্ঠানের অংশ হিসেবে, নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে "হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ" কর্মসূচী উদ্ভোধন করেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নারী নেত্রী সুরাইয়া বাকের।
সংগঠনের সভাপতি কায়সার আহমেদ সরওয়ারের সভাপতিত্বে ও সহ- সাংস্কৃতিক সম্পাদক বিষযক সম্পাদিকা আফরোজা সুলতানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার রেজিয়া সুলতানা সংগঠনের উপদেষ্টা মো: মহিন উদ্দিন, নুর উদ্দিন লিটন, মো: জাহেদ হোসেন, মো. মোবারক আলি, হ্যান্ড পেইন্টের প্রশিক্ষক সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদিকা মোহছেনা মিনা।
সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে দুই মাসব্যাপী কর্মসূচীর মধ্যে নানান প্রতিযোগীতার আয়োজন করা হবে।প্রতিযোগিতাসমুহ কুরআন তিলাওয়াতঃ আগামী ২২ জুলাই সীতাকুণ্ড কামিল এম.এ মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। ফুটবল টুর্নামেন্ট, রচনা প্রতিযোগিতা, বিষয়ঃ পরিবেশ সংরক্ষণে তরুণ সমাজের ভূমিকা। চিত্রাঙ্কন প্রতিযোগিতাঃ ২১ জুলাই সকাল ৯টায় সীতাকুন্ডের ইপসাতে অনুষ্ঠিত হবে। কবিতা আবৃত্তি ২১ জুলাই সকাল ৯টায় সীতাকুন্ডের ইপসাতে অনুষ্ঠিত হবে।সংগীত প্রতিযোগিতা ২১ জুলাই সকাল ৯টায় সীতাকুন্ডের ইপসাতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.