কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি॥ মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর ২মাস ব্যাপী প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের ২য় অংশ চিত্রাংকন, কবিতা আবৃতি ও "সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ডের ইপসা' ভবন হলে ২১ জুলাই সংগীত প্রতিযোগিতার মাধ্যমে সূচনা হয় উক্ত অনুষ্ঠানের।
সংগঠনের প্রতিষ্ঠাতা আরমান আহমেদ সিদ্দিকী'র সভাপতিত্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আফরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন, সংগীত প্রতিযোগিতার বিচারক সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুরাইয়া বাকের এবং উপজেলা ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ভট্টাচার্য।
এছাড়াও অনুষ্ঠান শুরুতেই আয়োজন করা হয় চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের কবিতা আবৃত্তির শিক্ষিকা পাতা দে বৃষ্টি, মাদাম বিবিরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেগুফতা তাসনীম ও মসজিদ্দা স্কুলের সিনিয়র শিক্ষিকা বেগম সাদেকুন্নাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুর উদ্দীন লিটন, মোবারক আলী, মহিন উদ্দিন, মামুনুর রশীদ, জাহেদ হোসেন, তোফায়েল উদ্দিন, রাফি চৌধুরী ও অন্যান্য সদস্যবৃন্দ।
সীতাকুণ্ডের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৬৫ জন শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণ করে।
পরিশেষে, বিচারকগণ এবং অতিথিদের বক্তৃতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.