বিশেষ প্রতিনিধি : দৈনিক অধিকরণ ও ডেইলি ট্রাইব্যুনাল এর গাজীপুর ব্যুরো চিফ আমির আলী'কে সভাপতি ও দৈনিক মুক্ত খবরের সিনিয়র প্রতিনিধি আব্দুল হামিদ খান'কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী "গাছা প্রেসক্লাব" কমিটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার ক্লাব মিলনায়তনে সোমবার (৬জানুয়ারি) রাত ৯টায় এশিয়ান টিভি গাজীপুর মহানগর প্রতিনিধি ও গাছা প্রেসক্লাবের আহ্বায়ক আরিফ মৃধা প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন পরবর্তী নাম ঘোষণা করেন।
এতে বোর্ডবাজারের দু'টি প্রেসক্লাবের সকল সদস্যদের সমন্বয় ও সংখ্যাগরিষ্ঠদের উপস্থিতীতে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়।
কমিটির কার্যনির্বাহী অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভির আরিফ মৃধা, সহ-সভাপতি ভোরের চেতনার আশরাফুল আলম মন্ডল ও সংবাদ মোহনার এমারত হোসেন বকুল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ টিভির আনিসুল ইসলাম, সহ-যুগ্ন সাধারণ সম্পাদক অর্থ দৃষ্টির জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক নতুন দিনের রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ভোরের দর্পনের নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক পল্লি বাংলার মাজনুন মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদিক আলোকিত প্রতিদিনের সাবরিনা জাহান প্রচার সম্পাদক চ্যানেল এস'র আর কে রেজা।
নির্বাহী সদস্য এটিএন নিউজের মাহবুবুল আলম, অগ্রযাত্রার রেজানুর ইসলাম, মুক্ত বলাকার জামাল উদ্দিন, বাংলাদেশ সমাচারের মামুন সরকার ও বাংলা নিউজ টিভির সেলিম হোসেন।
এর আগে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ-সহ নানা বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক নতুন সময়ের ফাহিম ফরহাদ, বিরাজমানের শরিফ ওমর টুটুল, বাংলাদেশ সমাচারের আব্দুল খালেক, সংবাদ প্রতিদিনের আশরাফুল ইসলাম, মোঃ আব্দুল হালীম মাষ্টার, মিনহাজুর রহমান, জাকির হোসেন জিয়া-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.