শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর থেকে ৩ হাজার ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ৬ মে (শনিবার) উপজেলার বেলে মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিল উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মাসুদ পারভেজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এবং হাবিলদার আমিনুল ইসলাম ও নায়েক সিরাজের সহযোগিতায় বেলে মাঠ এলাকা থেকে ১৫টি প্লাস্টিকের সাদা বস্তায় ভরা ৩ হাজার ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি জানান, মাদক চোরাকারবারিরা এই ফেনসিডিল ভারত থেকে এনে এখানে রেখেছিলো। তবে কাউকে এ ঘটনায় আটক করা যায়নি।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.