সীতাকুণ্ড প্রতিনিধি : প্রবাসী ও দেশের মানবিক সহযোদ্ধাদের অর্থায়নে আনোয়ার এর মাধ্যমে সীতাকুণ্ডে হতদরিদ্র পরিবারদের কে রমজানের ১মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুন্ডের রক্তদাতা আনোয়ার হোসেন হৃদয়, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো রাজু ও মানবতা ফাউন্ডেশন এর সদস্য মোঃ শাকিল ও মোঃ বাদশা সহ আরো অনেকে। বক্তারা বলেন, পবিত্র মোহে রমজান উপলক্ষে প্রতিবেশী হতদরিত্রদের কে সকলেই সার্বিক সহযোগীতা এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.