কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতিয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত আরো একটি মামলা থেকে অব্যহতি পেয়েছেন।
৮ জানুয়ারি মঙ্গলবার ( বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৫০/২০২১) রমনা থানা'র মামলা নং ৪৬(০১)২০১৮ থেকে অব্যহতি দিয়েছেন বিচারিক আদালত।
উল্লেখিত মামলা হতে অব্যহতি পাওয়ার পর তিনি মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সত্যের জয় অবধারিত। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এদিকে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম রাজনৈতিকভাবে দায়েরকৃত মামলা থেকে অব্যহতি পাওয়ায় মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.