আমতলী (বরগুনা) প্রতিনিধি : মুক্তিযোদ্ধার নাম ভাংগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক হয়রানি ও বিভ্রান্ত মুলক তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখা।
আজ ২ জানুয়ারি বেলা বারোটায় চ্যানেল আমতলী অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার। তিনি লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে আবুল বাশার সিদ্দিক এর কোন প্রমাণ পাওয়া যায়নি। আবুল বাশার সিদ্দিক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা সহ বিভিন্ন লোকজনকে চাকুরী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই অবিলম্বে তার এহেন কর্মকাণ্ডের তদন্ত পূর্বক আইনানুগ বিচারের দাবী জানানো হয়।
এ সময় উপস্হিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ,কে এম শামসুদ্দিন শানু, তোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা, আব্দুল মালেক সহ অসংখ্য মুক্তিযোদ্ধা গণ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.