মোঃ শিমুল বিশ্বাস॥ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মেহেরপুর জেলার উদ্যোগে জেলা পর্যায় ৫১'তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের ৫১'তম এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে জেলা পর্যায় ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা মনোজ্ঞ কুচক আওয়াজ প্রদর্শন করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.