মো: শিমুল বিশ্বাস॥ মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে ছহিউদ্দীন ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে ছহিউদ্দীন ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধ কর্নারে সংরক্ষিত ছবি ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ছহিউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শামীমারা হীরা, আমিনুল ইসলাম খোকন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক লুৎফর রহমান, উপাধাক্ষ মহাসীন আলী আঙ্গুর, প্রভাষক ড. আলীবুদ্দীন,আ কা আজাদ ,ফররুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.