ওসমান হোসাইন,কর্ণফুলী, চট্টগ্রাম॥ ফেব্রুয়ারি মাস ভাষা-বসন্ত ও ভালোবাসা দিবসের মাস। গত ৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব. ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলায়তনে কবি মোহাম্মদ নেচার রচিত প্রথম কাব্য গ্রন্থ "পরাণ"মোডক উম্মোচন অনুষ্ঠিত হয়।
"পরাণ"মোডক উম্মোচনে সভাপতিত্বে করেন কবি ও প্রাবন্ধিক. ওভীক ওসমান, সঞ্চালনায় পলাশ ও যারীন সুবাহ্ অনুষ্ঠানে, প্রধান অতিথি: বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, ড. হরিশংকর জলদাস।
বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট কবি.প্রবন্ধিক ও নাট্যকার ইমরান শাহ্,যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ'লীগ খালেদা আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,এডভোকেটএম,হোসাইন রানা, পরিবেশবিদ ও প্রবন্ধিক,প্রফেসর ড.মুহাম্মদ ইদ্রিস আলী,সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ চট্টগ্রাম কলেজ,মোহাম্মদ আব্দুস সালাম, "পরাণ"কাব্য গ্রন্থ লেখক মোহাম্মদ নেচার।
"পরাণ"কাব্য গ্রন্থ মধ্যে মোট ৫৮টি কবিতা নিয়ে নপ্র প্রকাশনী উক্ত প্রকাশনা করেন।কাব্য গ্রন্থ মধ্যে প্রেম -দ্রোহ-রোমান্স-সমাজ -ঋতু-প্রকৃতির বৈচিত্র ও দেশপ্রেম ভাগাবেগে অনুভূতির সমৃদ্ধ সমাহার।অতিথিরা বলেন আশাবাদী মোহাম্মদ নেচার "পরাণ" কাব্য গ্রন্থ পাঠকের হ্নদয়ের মাঝে স্থান করে নিতে পারবে।
লেখক কবি মোহাম্মদ নেচার একটি বেসরকারি চাকরির পাশাপাশি নিজকে লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি চট্টগ্রাম হাটহাজারি মৃত আমিনুর রহমানের ঘরে জম্মগ্রহন করেন। তার এই কাব্য গ্রন্থ লেখার পিছনে উনার স্ত্রীর অনুপ্রেরণায়,"পরাণ"কাব্য গ্রন্থ প্রথম বাজারে আসছে প্রচ্ছদ শামিমা আকতার সাথী।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.