যশোর প্রতিনিধি॥ যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকে যশোর সিভিল সার্জন এর একটি দল অভিযান পরিচালনা করেন।
গতকাল (১২) এপ্রিল বুধবার দুপুরে নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকে অভিযানে উপস্থিত ছিলেন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস সিভিল সার্জন যশোর, ডাঃ মোহাম্মদ নাজমুস সাদেক (রাসেল), ডাঃ অরূপ জ্যোতি ঘোষ, ডাঃ রেহওয়াজ, ডঃ অনুপম, ডাঃ দীপঙ্কর দাস, ডাঃ তাইফুর আজিজ, আরিফুজ্জামান এবং মনিরুজ্জামান।
এ সময় নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ও সিভিল সার্জনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। দেখা যায়, ডক্টরস ক্লিনিকে থাকা নার্স গুলোর ডিপ্লোমা কোন সার্টিফিকেট নাই, ওটি এবং প্যাথলজিতে অসঙ্গতি পাওয়ার কারণে ক্লিনিকে সিলগালা করা হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.