মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি যশোর :
যশোর রাজগঞ্জ রামনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে অবৈধভাবে বালি, খোয়া, ইট, মাটি রেখে ব্যবসা করছে আওয়ামীলিগ এর ২ নং ওয়ার্ড এর সভাপতি মোকসেদ মোড়ল ও তার ছেলে হারুন ও রহমান। বিষয়টি নিয়ে আপত্তি ও প্রতিবাদ করায় স্কুল সহকারী শিক্ষিকা মৌসুমি ইসলাম চালোহাটি ইউনিয়ন ২ নং ওয়ার্ড এর মেম্বার মৃত রজব আলীর ছেলে রবিউল ইসলাম ও আলীর ছেলে হাফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ধারলো দেশী অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন আওয়ামীলীগের দুর্বৃত্তরা।
তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপক্ষ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ এর বিগত ১৭ বছর ধরে রামনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠ জবর দখল করে ইট, বালী, খোয়া, মাটি রেখে ব্যবসা করছে ২ নং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি মোকসেদ মোড়ল। এই রোডে ট্রাক, টলি, পিকআপ দিয়ে চলাচলের কারনে হচ্ছে দেখেও তাদের ভয়ে কেউ মুখ খুলতো না।কেউ কথা বললে তাদেরকে মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়েছে ১৭ বছর।
এ বিষয়ে রাজাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু হেনা মিলন বলেন, ঘটনার বিষয়ে তিনি শোনার পরে পুলিশ ফোর্স পাঠিয়েছিলেন শিক্ষিকা মৌসুমি ইসলাম ও তাহার স্বামী রবিউল মেম্বার এর উদ্ধার ও দূস্কৃতীকারীদের ধরতে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে মোকসেদ এর বাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করতে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে একটি টলি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন এবং ইনচার্জ আবু হেনা মিলন আরো জানান তাদের বিরুদ্ধে মামলা করলে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.