রিফাত আরেফিন : যশোর সদরের ছোট হৈবতপুর গ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকে দিনেদুপুরে চুরি হয়েছে। এ ঘটনায় রবিউলের ইসলামের স্ত্রী তাহমিনা খাতুন থানায় মামলা করেছেন অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে। চোরচক্র ঘরে ঢুকে নগদ টাকা, সোনার গহনাসহ সাড়ে ১৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ এই ঘটনায় আকাশ নামে এক যুবককে আটক করেছে। আকাশ সদর উপজেলার ফরিদপুর পশ্চিমপাড়ার রবিউল ইসলামের ছেলে।
রবিউল ইসলামের স্ত্রী তাহমিনা খাতুন কোতয়ালি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন ৮ ডিসেম্বর শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে বেলা ১২টার দিকে ঘরে তালা মেরে শ্বশুর বাড়িতে যান। সেখান থেকে বিকেল ৪টার দিকে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা। ঘরের ভেতরে বিভিন্ন জিনিসপত্র তছনছ করা। ঘরের আলমারিতে রাখা নগদ ৭৫ হাজার টাকা, ১৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ ভরি সোনার গহনা এবং একটি বাইসাইকেলে নেই। কে বা কারা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে ওই মালামাল চুরি করে নিয়ে গেছে।
যশোর কোতোয়ালি থানার এসআই এজাজুল হক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ফরিদপুর বাজার থেকে আকাশ নামে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। এলাকার লোকজনের ধারনা আকাশ একজন পেশাদার চোর সে চুরির জন্য ওই বাজারে ঘোরাফেরা করছিল। তাকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.