রিফাত আরেফিন : যশোরে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে জখম করে দুই পা প্রায় বিচ্ছিন্ন করেছে দূর্বৃত্তরা। যশোরে প্লট ব্যবসায়ী সমিতির নেতা আব্দুল মালেকে (৫৫) কুপিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার আব্দুল মালেক- আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদ্রাসার শিক্ষক এবং সদর উপজেলার আরবপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। আব্দুল মালেককে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান জানান, ‘শুক্রবার এশার নামাজের পরে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে আব্দুল মালেককে ধরে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭ / ৮ জন। এই সন্ত্রাসীরা আইডিয়াল সিটি মালিক সমিতির কাছে চাঁদা দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা আমাদের প্লটে বসে মাদক সেবন এবং স্থানীয়দের বিরক্ত করত। এ জন্য আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালেক থানায় মামলা করেন। মামলা করার কারণে তাঁকে ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা প্রায় বিচ্ছিন্ন করেছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তাঁর দুই পায়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। ফলে দুই পায়ের হাঁটুর নিচের অংশ সামান্য জোড়া লেগে আছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক জানান, আব্দুল মালেক নামে একজনের দু’পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদ্ঘাটন ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.