বিজয় মাহমুদ, যশোর: যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৮নং ওয়ার্ডের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুন কুমার দে এর চারতলা বিশিষ্ট বসতবাড়ীর ২য় তলার ফ্লাট থেকে গত ১২ জুলাই ২০২৪ খ্রিঃ শুক্রবার বিকাল ৫:৩০ টায় দুর্জয় বাবু ঘোষ (২২) নামের এক ভুয়া ডিবি পরিচয়ধারীকে আটক করা হয়।
আটককৃত দুর্জয় বাবু ঘোষ যশোর জেলার কোতয়ালী থানার হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষ এর ছেলে এবং তিনি বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুন কুমার দে এর বাড়ীর ভাড়াটিয়া।
সূত্রে জানা যায়, দুর্জয় বাবু ঘোষ দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ারলেস), হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি ও অনৈতিক সুবিধা ভোগ করে আসছিলেন। তার বাসার পশ্চিম পাশের কক্ষ থেকে ০১টি ওয়াকিটকি (ওয়ারলেস) সেট, ০২টি চাইনিজ কুড়াল, ০২টি ফালার মাথা, ০১টি হাসুয়া, ০১টি ছুরি, ০১টি পুলিশ রিফ্লেটিং ভেস্ট, ০৪ জোড়া পুলিশ হ্যান্ডকাফ, ০৫টি রাবার বুলেট, ০১টি শটগানের (লেড বল) কার্তুজ এবং ১২টি শটগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান, পিপিএম বাদী হয়ে দুর্জয় বাবু ঘোষ (২২) এর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.