যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
সোমবার দিবাগত গভীর রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম রেজা (৩২) যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে এবং মেহেদী হাসান (২৪) একই গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।
মঙ্গলবার সকালে র্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে দুই আসামি আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল জানান, হত্যার শিকার পিয়ালের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। হত্যাকান্ডের পর পিয়ালের পিতা কিতাব আলী ঝিকরগাছা থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যামামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র্যাব। যার অংশ হিসেবে সোমবার গভীর রাতে র্যাবের দুটি টিম খুলনার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে শামীমকে ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদিকে গ্রেফতার করা হয়। তাদেরকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৯ নভেম্বর দুপুরে ঝিকরগাছা বাজারে দুর্বৃত্তরা বোমা মেরে ও এলোপাতাড়ি কুপিয়ে পিয়ালকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়ালকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.