রিফাত আরেফিন : যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় ও সীমিত আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। হঠাৎ মৃদু শৈতপ্রবাহে কনকনে শীত পড়েছে। এর ফলে সমাজের অসহায় ও সীমিত আয়ের মানুষ চরম বিপাকে পড়েছে। কিন্তু সরকারি-বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের বিত্তবান মানুষ অন্যান্য বছরের মতো এবার সহায়তার হাত বাড়িয়ে দেয়নি। বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে। এরমধ্যে যশোরে বিপুল সংখ্যক মানুষকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করলো আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট যশোর জেলা শাখা। হঠাৎ শীতে দিশেহারা মানুষ এই শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি হয়েছেন।
অনুষ্ঠানে সংস্থাটির সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে যশোর শহরের শহীদ সড়কে রেড ক্রিসেন্ট কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন, “শীতকালে গরীব-দুঃখী মানুষের দুর্দশা বেড়ে যায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।" এ মুহূর্তে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান প্রধান অতিথি জেলা প্রশাসক।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন-মানবতার সেবায় এগিয়ে আসা সবারই কর্তব্য। আমরা সবাই মিলে শীতার্তদের পাশে দাঁড়াব।
রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর শাখার সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, “আমরা প্রতি বছর শীতকালে শীতবস্ত্র বিতরণ করি। এবারও আমরা যশোরের শীতার্তদের পাশে দাঁড়িয়েছি।" এর ফলে সমাজের দানশীল মানুষ উদ্বুদ্ধ হয়ে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াবেন-এমন প্রত্যাশা সংস্থাটির সভাপতি ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কম্বল পেয়ে বেজায় খুশি হয়েছেন। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন-আমরা এসব কম্বল নেয়ার লোক না কিন্তু চলমান পরিস্থিতিতে অর্থ সংকটে পড়েছি। এ পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট কম্বল দিয়ে আমাদের উপকারই করলো।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.