রিফাত আরেফিন : যশোর শহরের খোলাডাঙ্গার গাজীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সজল হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলসহ দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.গোলাম কিবরিয়া তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আত্মসমর্পণকারী কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল খোলাডাঙ্গার আব্দুল আজিজের ছেলে। অপর আসামি টিটো একই এলাকার মাহাবুর রহমানের ছেলে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় পথে খোলাডাঙ্গা সার গোডাউনের পেছনে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আজহারুল ইসলাম ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতামা আরও ৪/৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.