যশোর অফিস : যশোর জেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর যশোর জেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মুড়লীস্থ যশোর জেলা বিএমএসএস কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএমএসএস যশোর জেলার কমিটির সিনিয়র সহ- সভাপতি আমীর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, যশোর জেলার কমিটির বিএমএসএস এর সভাপতি জনাব নাসিম রেজা। উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন, সহ - সভাপতি এম ওয়াজেদ আলী, সহ - সভাপতি এস কে আমিনুর রহমান, সাধারণ সম্পাদক জনাব রিফাত আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আকবর সেতু, নাসির উদ্দীন নয়ন, সহ সম্পাদক শেখ ইশতিয়াক আশিক রবিন, দপ্তর সম্পাদক মাকবুল হুসাইন সুলতান, সামাউল ইসলাম ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, কার্যকরী সদস্য জয়ন্ত রায় প্রমুখ।
বিএমএসএস এর যশোর জেলার কমিটির সভাপতির বক্তব্যে তিনি বলেন, যশোর কমিটির সাংবাদিক ও কমিটির নেতৃবৃন্দের এবং সাংবাদিকতার উপর প্রশিক্ষণের ব্যবস্থা, শীত বস্ত্র বিতরণ, অসচ্ছল সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা, অসচ্ছল সাংবাদিকদের সন্তানদের শিক্ষার আর্থিক সহযোগিতার সিদ্ধান্তত নেয়া হয়। সভায় সভাপতি বিএমএসএস শীতকালীন পিকনিক এর বিষয় নিয়েও আলোচনা করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.