যশোর ব্যুরো: যশোর সদর উপজেলার বাহাদুরপুরের ঐতিহ্যবাহী মেঘদুত ক্লাবের আয়োজনে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, মেঘদুত ক্লাবের আয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায়, ১২ই জুলাই শুক্র বার বেলা ১০:৩০ ঘটিকায়, সময় যশোর বাহাদুর পুর, আড় পাড়া,শাহাপুরের সকল জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়, এবং সর্বসাধারণের জানানো হয় আগামী ২/৩ মাস জলাশয়ে মাছ ধরা যাবে না জনসাধারণের সতর্ক করা হয়, উক্ত মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন যশোর বাহাদুরপুর মেঘদূত ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম সহ আরো উপস্থিত ছিলেন যশোর বাহাদুরপুরের মেঘদূত ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.