মো: সুজন, ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোর শংকরপুর ছোটনের মোড় আঃ আজিজিয়া মাদ্রাসা এবং এতিম খানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার, ৯ ফেব্রুয়ারি বাদ আছর পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা ছিলেন হযরত মাওঃ হাফেজ আনোয়ার হোসেন জিহাদি সিলেট, দ্বিতীয় বক্তা ছিলেন জন্ম থেকে অন্ধ হাফেজ মাওঃ হযরত আলী সাতক্ষীরা,তৃতীয় বক্তা মাওঃ গোলাম আজম খান যশোর।
বহু মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল হামিদ।উপস্থিত ছিলেন আজিজিয়া মাদ্রাসার সভাপতি মোঃ তোতা, সাধারণ সম্পাদক মোঃ রবি মোল্লা, টার্মিনাল মসজিদের সাধারণ সম্পাদক জনাব শেখ আবুল কালাম, টার্মিনাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম সুজন ও সাত নং ওয়ার্ড কাউন্সিল এর পিতা জনাব মোঃ ফারুক হোসেন।
উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মহিনউদ্দিন , বাস শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোর্তজা হোসেন সহ আরো অনেকে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.