নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় উপজাতি সন্ত্রাসীদের এলোপাতাড়ি দায়ের কোপে কৃষি অফিসের বাঙালি কর্মচারী নুরুল ইসলামের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে বলে জানা যায়।
ঘটনাটি গতকাল (শনিবার) ২৪ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৭টায় ঘটেছে। বর্তমানে আহত বাঙালি যুবক নুরুল ইসলাম চট্টগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছে।
কৃষি অফিসের কর্মচারি নুরুল ইসলাম যে বাসায় ভাড়া থাকেন সে বাসার মালিকের উপর উপজাতি যুবকরা হামলা চালায়, এসময় বাসার মালিককে হামলাকারী উপজাতি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হন বাঙালি নুরুল ইসলাম। তার হাতের আঙ্গুলটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত বাঙালি নুরুল ইসলাম রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের গাথাঁছড়া (সিলেটি পাড়া) মোঃ আলীর ছেলে। সে জুরাছড়ি উপজেলার কৃষি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োজিত আছে।
উপজাতি সন্ত্রাসীরা কতটা হিংস্র ও উশৃংখল হলে এভাবে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করতে পারে? বিষয়টিকে দুঃখজনক এবং অমানবিক বলেছেন স্থানীয়রা।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.