আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে অটোজ দোকানে অগ্নিকান্ডে একটি মোটরসাইকেলসহ দোকান ও দোকানের মালামাল ভস্মিভূত হয়েছে। এতে প্রায় তিনলক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলা সদরের বরেন্দ্র গেইট এলাকায় রাজিব অটোজ দোকানে।
দোকান মালিক রাজিব হোসেন বলেন, হঠাৎ করেই সোমবার রাত অনুমান সাড়ে ১০টা নাগাদ দোকান ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এসময় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।এরই মধ্যে দোকানে থাকা একটি মোটরসাইকেল,বিভিন্ন পার্টস ও মালামাল ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্র করা হয়েছে। আগুনে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন ধরতে পারে বলে ধারনা করছেন তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আগুনে দোকান পুরে যাওয়ার খবর পেয়েছি,তবে এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।#
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.