আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে ধান-চাল ক্রয়ের রশিদ না থাকার অপরাধে দুই চালকল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার কুজাইল এলাকায় অভিযান চালিয়ে শাকিল চালকল মালিককে ১৫ হাজার টাকা ও শাকিলা চালকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন রাণীনগরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধান-চালের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বাজার স্থিতিশীল রাখতে অবৈধ মজুদদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কুজাইল এলাকায় অভিযানে ধান-চাল ক্রয়ের রশিদ না থাকায় শাকিল চালকল মালিককে ১৫ হাজার টাকা ও শাকিলা চালকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় রাণীনগর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন ও রাণীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.