আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে ন্যাশনাল একাডেমী ক্যাডেট মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, কুরআন বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেসার্স বন্ধন ট্রেডার্স এর আয়োজনে সোমবার উপজেলার মাষ্টারপাড়া মনোয়ারা প্লাজার ২য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র মাদরাসার সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি হাফিজুর রহমান বাচ্চু, বাবলু কনস্ট্রাকশনের প্রোপাইটর বাবলু হোসেন, অত্র মাদরাসার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে মাদরাসার প্লে, নার্সারি ও প্রথম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.