আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে আজিজুল হক নামে এক বর্গাচাষী কৃষকের জমির ধানে আগাছানাশক ওষুধ দিয়ে আড়াই বিঘা জমির ধান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে কে বা কাহারা এই ধানগুলো বিনষ্ট করেছে। এঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কৃষক আজিজুল হক উপজেলার সিলমাদার কোবরাজ পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
ভুক্তভোগী কৃষক আজিজুল হক বলেন, চাষাবাদের জন্য তার নিজস্ব কোন জমি নেই। চলতি বোরো মৌসুমে গ্রামের কয়েকজন ব্যক্তির জমি বাৎসরিক ১৬হাজার টাকা বিঘা হারে লিজ নিয়ে জিরাসাইল জাতের ধান চাষ করেছেন। ইতিমধ্যে গাছ থেকে সবগুলো ধানের শীষ বের হয়েছে। হঠাৎ করেই শুক্রবার বিকেলে জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা আগাছানাশক স্প্রে করে ধান বিনষ্ট করেছে।
তিনি বলেন, মাঠের মধ্যে ছয়টি দাগের সবগুলো জমিতেই আগাছানাশক স্প্রে করেছে। ফলে সবগুলো ধানের গাছ মরে গেছে। তবে প্রকাশ্য কোন প্রতিপক্ষ না থাকলেও তাকে অর্থনৈতিকভাবে চরম ক্ষতি সাধনের লক্ষ্যে কে বা কাহারা এমন অমানবিক কাজ করেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের শাস্তির দাবিসহ সরকারীভাবে আর্থিক সহায়তা কামনা করেছেন আজিজুল হক।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তদন্তের জন্য অফিসারকে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.