আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে সোনালী ব্যাংক পিএলসি’র রাণীনগর শাখায় এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে রাণীনগর শাখার নিচতলায় এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।
এদিন ভার্চুয়ালী যুক্ত হয়ে এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ওলিউজ্জামান। পরে সোনালী বাংক রাণীনগর শাখার ম্যানেজার এবিএম আঃ হাকীমের সভাপতিত্বে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক রাণীনগর টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার, আবাদপুকুর শাখার ম্যানেজার শাকিনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহানা ফেরদৌস, সাধারণ সম্পাদক আফতাব হোসেন, রাতোয়াল বিশ^কবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.