মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :
"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে একটি বনাঢ্য র্যালি পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রী কলেজ মাঠে শেষ হয়।
উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন ও উপজেলা প্রকৌশলীর আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা কর্ম চারিদের উপস্থিতিতে র্যালীতে উপস্থিত ছিলেন, ইউএনও রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান,ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াতের সেক্রেটারি রজব আলী,উপজেলা ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী উপজেলার কর্মরত কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতা,সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিকেলে এক মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.