মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ধানের জাত "বিনাধান-২৪" এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁ হাড়িয়া ব্লকে বৃহস্পতিবার(১৮মে) বিকালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে এবং রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত কৃষক মাঠ দিবসে সহকারি অধ্যাপক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক খামারবাড়ি ঠাকুরগাঁও সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,বিনা- উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, কৃষক রশিদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোসেনগাঁও ব্লকের উপ সহকারি কৃষি অফিসার সৈয়দা রুমনাজ প্রমুখ।
প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও মোবাইল ফোনে মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে বিনাধান-২৪ এর গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন, মহা পরিচালক বিনা ময়মনসিংহ ড.মির্জা মোফাজ্জল ইসলাম ও প্রধান গবেষক বিনা-২৪ ময়মনসিংহ ড. ইমতিয়াজ-উদ্দিন।
এছাড়াও উপ-সহকারি কৃষি অফিসার মঞ্জুর আলম তালুকদার, সাংবাদিকবৃন্দ ও শতাধিক কৃষক- কিষাণী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বিনাধান-২৪ বোরো ধানের একটি সম্ভাবনাময় জাত। ধানগাছ সহজে হেলে পড়ে না। পাকা অবস্থায়ও ডিগ পাতা সবুজ থাকে। সেজন্য ধান চিটা হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। ফলন বেশি হয়। প্রতি বিঘায় ২৮ মন। তাই এ জাতের ধানের আবাদ সম্প্রসারণ করা দরকার।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.