মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) শনিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ”জয়িতা অন্বেষন বাংলাদেশ” ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। র্যালী শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র মোস্তাফিজুর রহমান।
অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,মহিলা আ’লীগের সম্পাদক ফরিদা ইয়াসমিন,উপজেলা দূদক সভাপতি আনোয়ারুল ইসলাম। সমাজ উন্নয়নে অবদান রাখা জয়িতা কাউন্সিলর হালিমা আকতার ডলি,চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মেহবুবা আখতার।
উল্লেখ্য বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখা ৫ জন নারীকে ক্রেস্ট প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ৯টি কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের বিজয়ীদের মাঝে পূরস্কার প্রদান করা হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.