হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সোনালী ব্যাংকে গতকাল শনিবার (১৭ জুন) বিকালে মা ও শিশু কর্নার এর উদ্বোধন করা হয়েছে।
সদ্যোজাত শিশু ও তার মায়ের কথা বিবেচনা করে ব্যাংক ভবনের ভিতরে সোনালী ব্যাংক পিএলসি, রাণীশংকৈল শাখার উদ্যোগে ফিতা কেটে এ ‘‘মা ও শিশু কর্নার’’এর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ঠাকুরগাঁও এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো.হাফিজুর রহমান। এ সময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত আগ্রহকেরা উপস্থিত ছিলেন।
পরে শাখা ব্যবস্থাপক শেখ মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে ব্যাংক সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডিজিএম মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ব্যাংকিং সেবা নিতে এসে সদ্যোজাত মা ও শিশুদেরকে নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়। তাদের সেই অসুবিধার কথা বিবেচনা করে 'মা ও শিশু কর্নার' তৈরি করা হলো। এসময় তিনি সোনালী ব্যাংকের সেবার মান সম্পর্কে গ্রাহকদের প্রশ্ন করলে, উপস্থিত সকল গ্রাহক ব্যাংকের উন্নত সেবার মান পাচ্ছেন মর্মে সন্তুষ্টি প্রকাশ করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.