মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনূষ্ঠিত হয়। এ নির্বাচনে ২টি পদে মোট ৪জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। সোমবার (২৫ নভেম্বর) শান্তা কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সম্পাদক পদে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশাররফ হোসেন পায় ১৮৮ ভোট। কমিশনার পদে উত্তরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি সন্ধারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) রহিমা খাতুন পায় ১২৮ ভোট।
নির্বাচনে প্রধান প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। নির্বাচনে ২৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.