সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী : রায়পুরা উপজেলাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগীতা চেয়ে রায়পুরা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেছেন উপজেলার যেকোনো সমস্যার সমাধান যেনো অল্প সময়ের মধ্যে হয়, কোন প্রশাসনিক দপ্তরে যেনো জনগনকে বারবার যেতে না হয় সে বেপারে আমি বিশেষ ভাবে কাজ করবো।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রায়পুরায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা ।
মতবিনিময় সভায় রায়পুরা প্রেসক্লাব সভাপতি এম.নূরউদ্দিন , রায়পুরা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মো ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অজয় সাহা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো: দীদার মিয়া, সাবেক রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.