মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে রোগীবাহী এম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ০৯-জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক রাত ০২ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্সে হার্ট এট্যাকের রোগী নিয়ে যাওয়ার সময় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলাস্থ ঝাপরখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
এসময় একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে এম্বুলেন্স থামায়। পরে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে রোগীর স্বজন ও চালকের ১৩৬০০ টাকা এবং ৩ টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরবর্তীতে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।
রোগী ফিরোজ আলী মৃধা, পিতা- রুস্তম আলী মৃধা, সাং- বাঁশবাড়িয়া, মুকসুদপুর, গোপালগঞ্জ নামীয় ব্যক্তি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সে (ড্রাইভার মো: হাফিজ,পিতা- সামসুল হক মৃধা, মধ্যবনগ্রাম) নিয়ে ফরিদপুর যাওয়ার পথে উক্ত ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ভোতা অস্ত্রের আঘাতে চালক কিছুটা আহত হয় এবং গাড়ির ৩ টি গ্লাস ভেঙে গেছে বলে জানা যায়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান আহমেদ শুভন নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.