মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা :
পাইকগাছার শামছুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্ট এর উদ্যোগে মঠবাটী আল হেরা জামে মসজিদে ট্রাস্টের চেয়ারম্যান মেজর মোঃ মেসবাহুল ইসলাম এর সভাপতিত্বে , সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম সরোয়ার, চেয়ারম্যান, দারুল খিদমাহ ওয়াল ফালাহ, যুক্তরাজ্য,পরিচালক, মুসলিম এডুকেশনাল, লন্ডন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক এম পি- খুলনা ৬, এস এম শামশির, লেকচারার, মেলবোর্ন ইনস্টিটিউট এন্ড অস্ট্রেলিয়ান টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজ, অস্ট্রেলিয়া। মিসেস ফিরোজা সারওয়ার, ট্রেজারার, দারুল খিদমাহ ওয়াল ফালাহ, যুক্তরাজ্য। মিসেস জুলেখা তাসমিন, সাবেক সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট (বিসিএস প্রশাসন - ৯ ম ব্যাচ) অস্ট্রেলিয়া প্রবাসী।
প্রফেসর মোহাম্মদ হেদায়েত উল্লাহ, অর্থনীতিবিদ ও জলবায়ু গবেষক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য এ্যাডঃ লিয়াকত আলী,কাজী তামজীদ আলম, প্রফেসর আব্দুল মোমেন সানা, এ্যাডঃ আব্দুল মজিদ, পরিচালনা অর্থ ও পরিকল্পনা এস এম হাসানুজ্জামান,এ্যাডঃ আক্কাছ আলী, পৌর আমীর ডাঃ মোঃ আসাদুল হক, পৌর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন,পৌর সেক্রেটারি মিজানুর রহমান, শামসুর রহমান ফাউন্ডেশন এর উপদেষ্টা জেড এইচ শাহীন, সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ, মোঃ কুদ্দুস ,মোঃ সোহেল আহমেদ, মোঃ হারুন শামসুর রহমান ফাউন্ডেশন এর পাইকগাছা উপজেলা সভাপতি মোঃ তামিম রায়হান, সেক্রেটারি মোঃ আল মামুন, মোঃ মেহেদী হাসান,আব্দুর রশিদ, ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন, মোবাইল : ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল, মোবাইল : ০১৭২৮-৭৭৫৯৯০। মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.