নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বহুল আলোচিত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রুবেল'কে গ্রেফতার করেছে সিপিসি ৩ র্যাব-১১ নোয়াখালী। পলাতক রয়েছে অস্ত্রধারী সন্ত্রাসী শাহারিয়া, শাহারিয়াকে গ্রেপ্তার করতে সিপিসি ৩ নোয়াখালী র্যাব-১১ অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন আমাদের প্রতিবেদককে।
রসিপিসি ৩ র্যাব-,১১ নোয়াখালী জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ৩ র্যাব-,১১ নোয়াখালী জানতে পারে যে ১৮ তারিখ রাতে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল ও শাহারিয়া দেশী ও বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কাজে লিপ্ত হওয়ার ঘটনা ঘটাবে উক্ত সময় সিপিসি ৩ র্যাব-১১নোয়াখালী জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রসহ হাতেনাতে রুবেল'কে গ্রেফতার করে। উক্ত সময় প্রশাসনের টের পেয়ে পালিয়ে যায় শাহরিয়ার, শহরিয়া'কে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.