কাকন সরকার, শেরপুর জেলা : শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের কদমতলী এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে আশপাশের হাজারো মানুষ ভিড় করেন।
প্রতিবছর শীতের এ সময় উপজেলার বিভিন্ন স্থানে ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এ খেলায় চারটি করে ষাঁড় একসঙ্গে মইয়ের সঙ্গে রশি দিয়ে বাঁধা হয়। পরে মইয়ের ওপর দুজন ব্যক্তি উঠে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করে। যে দল আগে গন্তব্যে পৌঁছাতে পারে, সেই দল হয় প্রথম।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে জানাতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমন ধান কাটার পর বিস্তীর্ণ মাঠে মানুষের পদচারণে মুখর হয় পুরো এলাকা। চারদিকে দাঁড়িয়ে থাকা হাজারো নারী, পুরুষ ও শিশুর উল্লাস ধ্বনিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা দেখতে আসা রাকিব বলেন, ‘এ মই দৌড় খেলা সম্পর্কে বাবা-দাদার কাছ থেকে শুধু গল্প শুনেছি। আগে কখনোই দেখিনি। আমার জীবনের প্রথম এ খেলা দেখলাম। খেলা সম্পর্কে তেমন ধারণাও ছিল না। খেলা দেখে খুবই ভালো লাগল।’
প্রতিযোগিতায় মোট ৬ টি দল অংশ নেয়। যার মধ্যে খেলায় প্রথম হয়েছে ফারুক মন্ডলের দল। দ্বিতীয় হয়েছে রবিউল মন্ডলের দল। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ২ টি গরু। দ্বিতীয় পুরস্কার ২ টি খাসি।
ঐতিহ্যবাহী এ খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুর রহিম দুলাল। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ি ( তকদীর হোটেল, ঝগড়ারচর বাজার) ফারুক মন্ডল।
আয়োজক কমিটিবৃন্দ বলেন, মই দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার শত বছরের পুরোনো একটি খেলা। আগে সবচেয়ে বেশি এ প্রতিযোগিতা হতো। এখন প্রায় বিলুপ্তির পথে। তরুণ প্রজন্মকে খেলাটি সম্পর্কে জানাতে এবং গ্রামাঞ্চলের মানুষকে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করা হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.