কাকন সরকার, শেরপুর: শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধকরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১৪ জুন শুক্রবার সকালে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস্) আয়োজনে ডপস্ কার্যালয়ে ডপস্ সদস্যদের মাঝে এ উদ্বুদ্ধকরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রফিক মজিদ।
ডপস্ প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন ডপস্ সদস্য বুয়েট, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মোঃ আব্দুল হাকিম, মোঃ রমজান আলী, মোঃ রমজানুল আলম রনি ও মোঃ আতিকুর রহমান।
এদিন নকলা ও শেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া ৬০ জন শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.