কাকান সরকার, শেরপুর : শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাঁসি বেগম (৩২) নামে একজন নিহত হয়েছেন। ৩০ অক্টোবর বুধবার বিকেলে শেরপুর টু ঝিনাইগাতী মহাসড়কের নৌহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাঁসি বেগম ঝিনাইগাতী উপজেলার দরি কালিনগর এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন আরোহী।
স্থানীয়রা জানান, বিকেলে শেরপুর ঝিনাইগাতী মহাসড়কের পৌর কবরস্থানের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলে থাকা এক নারী ছিটকে পরে গিয়ে বিপরীতদিক থেকে আসা এক ট্রলির নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মোটরসাইকেলের ২ চালক ও ১ শিশু। পরে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.