শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলার চরঅস্টধর ইয়নিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যাক্ত কোয়াটার থেকে সুমি আক্তার (২৭) নামের ২ সন্তানের জননীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জানুয়ারী) সন্ধার দিকে উপজেলার চরঅস্টধর ইউনিয়ের নারায়নখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুমি ও তার স্বামী মোজাম্মেল স্থানীয় একটি বেকারিতে কাজ করতেন। কোন জায়গা জমি না থাকার কারনে চরঅস্টধর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যাক্ত কোয়াটারে থাকতেন। গত দুইদিন যাবৎ শারীরিক অসুস্থ্যতায় ভোগতেছিলেন সুমি। আজ শুক্রবার বিকেলে সুমি তার স্বামী মোজাম্মেলকে নিত্য প্রয়োজনী পণ্য আনতে বাজারে পাঠায়। বাজার নিয়ে এসে সন্ধায় সুমিকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পাওয়ায় ঘরে প্রবেশ করে দেখে ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে রাত অনুমান সারে ৮টার দিকে ঘটনাস্থল থেকে সুমির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নকলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুর রহিম বলেন, আমরা আজ (শুক্রবার) রাতে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকা থেকে সুমি নামের দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে মৃত্যুর কোন কারন জানা যায়নি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়িধীন রয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন, মোবাইল : ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল, মোবাইল : ০১৭২৮-৭৭৫৯৯০। মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.