কাকন সরকার শেরপুর: শেরপুরে পুলিশের বাঁধার মুখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ পন্ড হয়ে যায়। ৩১ জুলাই সোমবার বেলা ১২ টায় শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের গৃদানারায়নপুরস্থ বাসা থেকে দলের সাধারণ সম্পাদক মো. হযরত আলী এবং দলীয় অন্যান্য নেতাকে সাথে নিয়ে বের হওয়ার সময় পুলিশ বাঁধা দেয়।
এ সময় একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ মৃদু লাঠি চার্য করে তা পন্ড করে দেয়। এসময় বাড়ির বাইরের বেশ কিছু নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে যায়। সভাপতির বাড়ির সামনে পুলিশ অবস্থান নিলে সেখানেও বাইরে থেকে নেতাকর্মীরা প্রবেশ করতে পারেনি। পরে সভাপতির বাড়ির ভিতরেই উপস্থিত নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় দলের সভাপতি সম্পাদক ছাড়াও জেলা ও অন্যান্য উপজেলার নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, পুলিশ আমাদেরকে দলীয় কার্যালয়ে সমাবেশস্থলে যেতে বাঁধা দিয়ে আমাদের সমাবেশ পন্ড করে দেন। পরে আমরা আমার বাড়ির ভিতরই সংক্ষিপ্তভাবে সমাবেশ করি। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল জানায়, শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে এই আশংকায় বিএনপি নেতাকর্মীদের বাসা থেকে বের হতে দেইনি। তবে লাঠিচার্জ বা ধাওয়া দেওয়া ঘটনা সত্য নয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.