কাকন সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্রগাড়ী উল্টে নিচে চাপা পড়ে শান্ত (১৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০জানুয়ারি) গভীর রাতে ঝিনাইগাতী ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্বধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুঁড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়ীটি নিয়ে চালক শান্ত ঝিনাইগাতী সদরে আসছিলো। এসময় রাস্তায় ঘণ কুয়াশা থাকায় গাড়ীটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়ী চালক শান্ত ওই গাড়ীর নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুরবরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.