কাকন সরকার, শেরপুর: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে ঝগড়া ফেরাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
৭ জানুয়ারি মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে এবং রাত ১২টার সময় হাসপাতালে নেয়ার পথে দেলোয়ার হোসেন মারা যায়।
নিহত দেলোয়ার হোসেন নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর এলাকার তুরাব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একই এলাকার রিকশা চালক তারা মিয়া চড়াসুদে টাকা ধার নেয়। মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউল এর সাথে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে দেলোয়ার হোসেনসহ পাঁচজন আহত হয়। আহতদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ার হোসেন মৃত্যু হয়। অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আরো একজনের অবস্থা সঙ্কটাপন্ন।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি। তবে এঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.