কাকন সরকার শেরপুর প্রতিনিধি॥ শেরপুরে জেলা সরকারী বালিকা শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে তাদের হাসির বিনিময়ে ঈদের নতুন পোষাক প্রদান করা হয়েছে।
বেসরকারী সংগঠন রক্ত সৈনিক বাংলাদের শেরপুর জেলা শাখার আয়োজনে ১৫ এপ্রিল শনিবার বিকেলে শিশু পরিবারের মিলনায়তনে এ ঈদ উপহারের পোষাক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডালিয়া সামাদ রাজিয়া।
এছাড়া শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শামীমা নাসরিন, রক্ত সৈনিক এর উপদেষ্ঠা ডা. মোবারক হোসেন, সাংবাদিক দেবাশিষ সাহা রায়, রফিক মজিদ, শিক্ষক আবুল কালাম আজাদ, কবি হাসান শরাফত, রক্ত সৈনিকের সভাপতি আল আমীন রাজুসহ রক্ত সৈনিকের অন্যান্য সদস্য ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এদিন শিশু পরিবারের ৮০ জন শিশুকে তাদের মুখের হাসির বিনিময়ে ঈদের নতুন জামা উপহার প্রদান করা হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.